Wellcome to National Portal
ডাক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২৪

এক নজরে পোস্ট ই-সেন্টার :

বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১): রুপকল্প ২০২১ বাস্তবে রুপায়ন”-এ ডাক সেবা উন্নয়ন অংশে বিধৃত অভ্যন্তরীণ ও আন্তজার্তিক ডাক নেটওয়ার্কগুলোর মধ্যে সঙ্গতি বিধান,দেশের সকল ডাকঘরের উন্নয়ন ও সম্প্রসারণ, গ্রাহক-উপযোগী পণ্য ও সেবা প্রদান,স্বল্প-সুবিধাযুক্ত এলাকাগুলোতে ডাকসেবার বিস্তার,উন্নয়ন,দারিদ্র্য নিরসন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে শহর ও গ্রামের মধ্যকার অসংগতি দুরীকরণে ডাক বিভাগ পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন করছে।প্রকল্পটি ২৪.০১.২০১২ তারিখে একনেক কর্তৃক অনুমোদিত হয়।প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ৫৪০ কোটি ৯৪ লক্ষ টাকা এবং মেয়াদ ৩০ জুন ২০১৭।মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দায়িত্বগ্রহণের পূর্বে প্রকল্পের ৫৫০৬টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রুপান্তরিত করা হয়।মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের গতিশীল নেতৃত্বে নির্ধারিত মেয়াদের পূর্বেই ৮৫০০টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রুপান্তরিত করা হয়েছে এবং পোস্ট ই-সেন্টার হতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাসমূহ প্রদান করা হচ্ছে।প্রকল্পটিতে বাস্তব অগ্রগতি শতভাগ অর্জন করা সম্ভব হয়েছে।